ম্যাচের আগেই সংঘর্ষে জড়ালো ইংল্যান্ড-ওয়েলস সমর্থকরা (ভিডিও)

|

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েলস। কিন্তু তার আগেই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়েছে দুই দলের সমর্থকরা। খেলা হচ্ছে কাতারে, কিন্তু স্পেনের এক দ্বীপে রীতিমত যুদ্ধ লাগিয়ে দিয়েছে দুই দলের সমর্থকরা। টেনেরিফ দ্বীপের এক রিসোর্টের নাইট ক্লাবে চলে দুই দেশের সমর্থকদের ঘুষাঘুষি। এমনকি চেয়ার দিয়েও একে অপরের উপর ঝাঁপিয়েও পড়ে তারা। সূত্র: ডেইলি মেইল।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রথম তর্কে জড়ায় কয়েকজন। যেখানে যুবকদের সাথে বয়স্কদের একটা গ্রুপ দ্বন্দ্বে জড়ায়। এরপর শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে ঘুষি খেয়ে মাটিতেও পড়ে যান এক বয়স্ক ব্যক্তি। এরপর তাকে চেয়ার দিয়েও হামলা করা হয়।

রাস্তার অপর পাশেও দেখা যায় সমানে চলছে দুই দেশের সমর্থকদের কিল-ঘুষি। যারা মারামারি করছেন প্রায় সকলেই ইংল্যান্ড-ওয়েলসের জার্সি পরা। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলতে আসা ওয়েলসের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে গ্যারেথ বেলের দল। যেখানে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েলসের সামনে। বিপরীতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচে ওয়েলসের সাথে ড্র করলেই হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply