অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে জরিমানা দিতে হবে: মেয়র আতিক

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

রাজধানীর কোনো ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে জরিমানা গুণতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২২ এর গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, অগ্নিনিরাপত্তা নিশ্চিতে অফিস, স্কুল, কলেজ, শপিংমল ও হাসপাতাল ভবন পরিদর্শন করা হবে। ফায়ার সেফটি না থাকলে সময় দেয়া হবে। নির্ধারিত সময়ে নিরাপত্তা নিশ্চিত না হলে ভবনগুলো বন্ধ করে দেয়া হবে। নাগরিকদের সচেতন করতে সিটি করপোরেশন ফায়ার সার্ভিস ট্রেনিং দেবে বলেও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply