পোশাক খাত নিয়ে রোডম্যাপ তৈরি করছে বিজিএমইএ

|

দেশের গার্মেন্টস খাত আগামীতে কোন জায়গায় পৌঁছাতে চায় তার একটি রোড ম্যাপ তৈরি করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, সংকট, সম্ভাবনাসহ নানা ক্ষেত্রে পরিষ্কার ধারণা দিতেই এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) মেইড ইন বাংলাদেশ পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়, জ্বালানি সংকট এই শিল্পে উৎপাদনকে ব্যহত করছে। তবে তা মোকাবেলায় সরকারের সদিচ্ছা আছে। দাবি করা হয়, মেইড ইন বাংলাদেশ সপ্তাহে রেকর্ড বিদেশি ক্রেতা উপস্থিত হয়ে বাংলাদেশ থেকে পণ্য নেবার আশ্বাস দিয়েছেন। নতুন দেশ হিসেবে ইরানও তৈরি পোশাক নিতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর সংকট মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি দরকার। মন্দার কারণে বিশ্ব বাজারে পণ্যের চাহিদা কমছে। তবে যতটুকু চাহিদা আছে, তার বড় অংশের যোগান দিতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যে কাজ করা জরুরি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply