বিদেশিরা খবরদারি করলে সেই দেশের ভালো হয় না: পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বিদেশিরা খবরদারি করলে সেই দেশের ভালো হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৬ নভেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, এখানকার কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে বিদেশিদের কাছে গিয়ে কথা বলা। মনে রাখতে হবে বিদেশিরা যখনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, তখন সেই দেশে শান্তি নষ্ট হয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বড় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের কেউ কথা বললে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ দেশ থেকে বহিস্কার করা হয়। কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা নেই। তবে পরিস্থিতি এমন হলে বাংলাদেশও সেটা করবে জানান তিনি।

অনুকূল পরিস্থিতি হলে প্রধানমন্ত্রীর জাপান সফরে যাবেন বলে জানান, ড. মোমেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply