রোজা সামনে রেখে পর্যাপ্ত চিনি মজুদ আছে: শিল্পমন্ত্রী

|

রাজশাহী ব্যুরো:

রোজার মাস সামনে রেখে বাজারে পর্যাপ্ত চিনি মজুদ আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, আমাদের চিনির অভাব নেই। রোজার মাস টার্গেটে রেখে বাজারে পর্যাপ্ত চিনি মজুদ আছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে আরও এক লক্ষ টন চিনি এনে রাখতে।

শনিবার (২৬ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউসে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীজনের সাথে মতবিনিময় সভার প্রাক্কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বন্ধ হওয়া জুট মিল ও চিনিকলগুলো পিপিপির আওতায় এনে উজ্জীবিত করা হবে। পুরাতন কারখানায় নতুন মেশিন স্থাপনের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি দেশি-বিদেশি ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হবে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্‌, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহী চেম্বার অব কমার্স, বিসিক ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply