ফের ভয়াবহ হামলায় কেঁপে উঠলো খেরসন

|

ছবি: সংগৃহীত।

আবারও ইউক্রেনের খেরসনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। গত দু’দিনে অঞ্চলটিতে ৫৪ দফায় ক্ষেপণাস্ত্র এবং গোলা বর্ষণ করা হয়। যাতে প্রাণ গেছে অন্তত ১০ জনের। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। খবর আল জাজিরার।

তীব্র হামলার পর খেরসনের বিভিন্ন স্থানের সড়ক পথে এখন মরদেহ পাওয়া যাচ্ছে। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, এ হমালায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জেলেনিভকা, চোরনোবায়িভকা এবং স্টেপআনিভকা জেলায়।

বেসরকারি আবাসিক বিভিন্ন ভবন ছিল এই হামলার মূল লক্ষ্য। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় স্কুল, গ্যাস পাইপ লাইনসহ একাধিক বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে। হামলা করা হয় একটি জাহাজ নির্মাণকারী কারখানাতেও।

তীব্র শীতে যখন ভয়াবহ বিদ্যুৎ এবং জ্বালানি সংকট চলছে ইউক্রেনে, তখনই চালানো হলো ভয়াবহ এই হামলা। সম্প্রতি খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এরপরই অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় সেনারা। তারপর থেকেই খেরসনে আক্রমণের পরিধি বাড়িয়েছে রুশ সেনাবাহিনী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply