কোটা আন্দোলনকে পুঁজি করার চেষ্টা করছে বিএনপি: কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, কোটা আন্দোলনকে পুঁজি করার চেষ্টা করছে বিএনপি। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কোটা নিয়ে সরকার কাজ করছে তার জন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

কোটা আন্দোলনে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবস্থা হয়েছে এমন ‘যারে দেখতে নারী তার চলন বাঁকা’। সরকার যা-ই করে সেটাই তাদের অপছন্দের বিষয়ে পরিণত হয়।

ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ভারত বিএনপিকে পাত্তা দিবেনা’- এইচটি ইমাম যদি এমন কথা বলে থাকেন তাহলে তিনি ঠিক বলেননি। কারণ ভারত কাকে পাত্তা দেবে আর কাকে দেবেনা তাতে আমাদের কিছুই যায় আসেনা।

তবে এইচ টি ইমাম আসলেই এমন কথা বলেছেন কী-না সেটাও যাচাই করে দেখতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply