ভারী বৃষ্টিপাতে সৌদিতে নিহত ২, মক্কায় যাওয়ার রাস্তা বন্ধ

|

সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দাসহ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রাণ হারিয়েছেন ২ জন। বৃষ্টির ফলে বিলম্বিত হয়েছে ফ্লাইট। এছাড়া বন্ধ করতে হয়েছে স্কুল। খবর এএফপির।

মক্কার আঞ্চলিক সরকার এক টুইটার বার্তায় জানিয়েছে, এখন পর্যন্ত দুইজন ব্যক্তি মারা গেছে এবং প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাতের ফলে মক্কায় পৌঁছানোর দুটি সংযোগ রাস্তা বন্ধ করে দেয়া হয়। যদিও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এটি পরে চালু করে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায়, বহু যানবাহন পানিতে আটকে গেছে এবং কিছু আংশিক ডুবে গেছে। মক্কার জেদ্দা শহরে প্রায় ৪০ লক্ষ লোকের বসবাস। এই অঞ্চলে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে লক্ষ লক্ষ মানুষ হজ পালন করতে আসে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply