বাঁচা মরার ম্যাচে রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র

|

হারলেই সুপার সিক্সটিনের দৌঁড়ে ছিটকে যাবে যুক্তরাষ্ট্র। এমন বাঁচা মরার ম্যাচে রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে মার্কিন ফুটবলাররা। অন্যদিক এই জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে ইংলিশদের।

বাংলাদেশ সময় রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কাতার বিশ্বকাপে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানকে ৬-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে থ্রি লায়ন্সরা। এই ম্যাচে জয়ের বিকল্প নেই মার্কিনীদের। বিপরীতে, টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত করার মিশনে নামবে ইংলিশরা।

প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস মাঠে চাঙ্গা রাখবে ইংল্যান্ড ফুটবলারদের। তবে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে অতীত ইতিহাস চোখ রাঙাচ্ছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের। ১৯৫০ সালের বিশ্বকাপে থ্রি-লায়ন্সরা ১-০ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে। ২০১০ সালে ড্র করেছিল ১-১ গোলে। সব মিলে বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি ইংল্যান্ড।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply