টিকে থাকার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে কাতার-সেনেগাল

|

ছবি : সংগৃহীত

টিকে থাকার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক কাতার ও আফ্রিকার দেশ সেনেগাল। আল থুমামা স্টেডিয়ামে শুক্রবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হবে।

কাতার বিশ্বকাপে ভালো সূচনা হয়নি কাতার ও সেনেগালের। দুই দলেরই আসর শুরু করেছে হার দিয়ে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হারে স্বাগতিক কাতার। নেদারল্যান্ডসের বিপক্ষে সেনেগালও হেরেছে সমান ব্যবধানে।

এর আগে কখনো দেখা হয়নি দুই দলের। বিশ্বকাপ দিয়ে এবারই প্রথম প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে তারা।

নিজেদের প্রথম ম্যাচ হারায় রাউন্ড অব সিক্সটিনের সমীকরণ জটিল হয়ে গেছে সেনেগাল ও কাতারের। শেষ ষোলোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কারোরই।

প্রসঙ্গত, ফিফা র‍্যাংকিংয়ে কাতারের চেয়ে অনেক এগিয়ে সেনেগালিজরা। বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে ১৮তম দল সেনেগাল এবং ৩২ ধাপ পিছিয়ে ৫০তম কাতার।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply