ব্রাজিলের জয়ে দেশের বিভিন্নস্থানে মধ্যরাতে আনন্দ-উল্লাস

|

ব্রাজিলের জয়ের পর দেশের বিভিন্নস্থানে মধ্যরাতে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ভক্তরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে চারিদিক। বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। একসাথে বসে প্রিয় দলের খেলা উপভোগ করেন ফুটবলপ্রেমীরা।

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের প্রথম খেলা। শুরুটাও কাঙ্ক্ষিত জয় দিয়েই। তাই ঘড়ির কাটা রাত ৩টা পেরুলেও রাস্তায় নেচে-গেয়ে ব্রাজিল ভক্তদের বিজয়-উল্লাস। বাদ্যের তাল আর শ্লোগানে মুখর চারিদিক।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আদর্শ স্কুল, মুন্সিপাড়াসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা দেখতে মধ্যরাতে ভিড় জমান সমর্থকরা। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ে উল্লাসে মেতে ওঠেন তারা।

ফেনী শহরের কলেজ রোডে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। হাজির হন হাজারো ফুটবলপ্রেমী। সেলেসাওদের জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সমর্থকদের। এদিকে, ব্রাজিলের জয়ে আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সড়ক। খেলা শেষ হওয়ার সাথে সাথে দলবেঁধে উল্লাসে মেতে ওঠেন ভক্তরা।

সিলেটেও বিভিন্নস্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন ছিল। ব্রাজিল সমর্থকরা জয় উদযাপনে বের করেন খণ্ড খণ্ড মিছিল। আর সার্বিয়াকে সমর্থন জানানো আর্জেন্টিনা ভক্তরা ফেরেন হতাশ হয়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বড় পর্দায় খেলার দেখার ব্যবস্থা ছিল। শতশত শিক্ষার্থী একসাথে বসে উপভোগ করেন প্রিয় দলের খেলা।

উত্তরের জেলা পঞ্চগড়ে শীত উপেক্ষা করে মধ্যরাতে বিভিন্নস্থানে একসাথে খেলা দেখেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দল প্রথম ম্যাচে জয় পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা। এছাড়া, ময়মনসিংহ, নরসিংদী, শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় আনন্দ মিছিল, মিষ্টিমুখসহ নানা আয়োজনে জয় উদযাপন করেন ব্রাজিল সমর্থকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply