প্রথমার্ধে ব্রাজিলকে রুখে দিলো সার্বিয়া

|

এবার ৩য় বারের মতো বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে জি গ্রুপের দুই দল ব্রাজিল ও সার্বিয়া। লুসাইলে ম্যাচটি শুরু হয় শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১টায়।

ম্যাচের শুরু থেকেই সার্বিয়াকে চাপে রাখেন তিতে শিষ্যরা। একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত করে রাখেন সার্ব রক্ষণভাগকে। ৫ম মিনিটে নেইমারকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন পাভলোভিচ। এ সময় বল দখলের লড়াইয়ে বেশ এগিয়েই ছিল ব্রাজিল। ২৬ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগের পরীক্ষা নেয়ার প্রথম সুযোগটি পায় সার্বিয়া। কিন্তু, অ্যালিসন বেকার কোনো সুযোগই দেননি প্রতিপক্ষকে।

আর এর কিছুক্ষণের মধ্যেই ২৭ মিনিটের সময় সামান্যের জন্য নিশ্চিত গোলের সুযোগ মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। ৩৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ মিস করেন রাফিনহা। তার সামনে ছিলেন শুধুমাত্র সার্ব গোলকিপার মিলিংকোভিচ সাভিচ। রাফিনহার দুর্বল শট ঠেকিয়ে দিতে মোটেও বেগ পেতে হয়নি তাকে।

ম্যাচের ৪০ মিনিটের সময় আরও একটি নিশ্চিত সুযোগ মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু, কোনোদলই গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় 0-0 ব্যবধানে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply