দারুণ খেলেও প্রথমার্ধে গোলের দেখা পেলো না পর্তুগাল

|

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আর ঘানা। শুরু থেকে আক্রমণাত্মক খেলেও প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনোদলই।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাস আবু আবুউদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হয় ম্যাচটি।

শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে পর্তুগাল। ম্যাচের ৯ মিনিটেই ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বলে নিশ্চিত গোল মিস করেন রোনালদো। এরপর, ১৪ মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছোয়ালেও বল জালে জড়াতে পারেননি রোনালদো। ম্যাচের ২৮ মিনিটে পর্তুগিজ সুপারস্টার রোনালদো গোল করলেও তা বাতিল হয় ফাউলের জেরে। খাদের কিনারা থেকে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ঘানা। যদিও জোড়া কর্নারের একটি কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এ পর্যন্ত এগিয়ে রোনালদোরা। ৭০ শতাংশ বল এসময় ছিল পর্তুগিজদের পায়ে, আর অন টার্গেট শট ছিল মাত্র দুটি। আর মাত্র ৩০ শতাংশ বল নিজেদের দখলে রাখা ঘানা প্রথমার্ধে কোনো শটই নিতে পারেনি পর্তুগিজদের গোল অভিমুখে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply