মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

|

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এ নেতা। খরব বার্তা সংস্থা এপির।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালেই নতুন সরকারপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন রাজা সুলতান আবদুল্লাহ্। এর মাধ্যমে ৭৫ বছর বয়সী রাজনীতিকের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসার দীর্ঘদিনের স্বপ্ন সত্য হলো।

গেল সপ্তাহের সাধারণ নির্বাচনে ২২২ আসনের পার্লামেন্টে কোনো দলই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রয়োজন ছিল ১১২ আসনে জয়। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেন রাজা সুলতান আবদুল্লাহ্। মালয়েশিয়ার রাজনীতিতে রাজার পদটি আলংকারিক হলেও বিশেষ প্রয়োজনে তিনি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply