রাশিয়াকে ঠেকাতে রোমানিয়ায় সমরাস্ত্র পাঠাচ্ছে স্পেন

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিপরীতে ন্যাটোর সক্ষমতা বাড়াতে এবার রোমানিয়ায় যুদ্ধবিমান ও সেনা সদস্য পাঠাচ্ছে স্পেন। আগামী মাসের মাঝামাঝি এ সামরিক সহায়তা রোমানিয়ায় পৌছানো হবে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

বুধবার (২৩ নভেম্বর) এ ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

জানা গেছে, এ পরিকল্পনা অনুযায়ী রোমানিয়া ৮টি এফ-সিক্সটিন যুদ্ধবিমান এবং ১৮০ সেনা সদস্য পাঠানো হবে। আগামী মাসের মাঝামাঝি এ সামরিক সহায়তা পৌছানো হবে রোমানিয়ায়। কৃষ্ণসাগর সংলগ্ন রোমানিয়ার নিরাপত্তা বাড়াতেই এ সিদ্ধান্ত- বলে জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রীর অফিস।

প্রসঙ্গত, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই কৃষ্ণসাগরে নৌ টহল বাড়িয়েছে রাশিয়া। মোতায়েন করে সাবমেরিনও। পাল্টা জবাব দিতে সতর্কতা নেয় ইউরোপের অন্যান্য দেশগুলোও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply