রাজনৈতিক ভারসাম্য না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

|

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

রাজনৈতিক ভারসাম্য না থাকলে পুলিশ ও সেনাবাহিনী দিয়েও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়; এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বললেন, রাজপথে শক্তি প্রদর্শন করে গণতান্ত্রিক নির্বাচন আশা করা যায় না।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, কমিশন রাজনৈতিক বক্তব্যে জড়াতে চায় না। কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা দরকার।

সরকারের সদিচ্ছা না থাকলে সুন্দর নির্বাচন সম্ভব নয় বলে এ সময় উল্লেখ করেন কাজী হাবিবুল আউয়াল। জানান, দলগুলোর ঐক্যমতে নিজেদের মধ্যে সংলাপ প্রয়োজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply