গোপালগঞ্জে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

|

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে খেলার মাঠ দখলের প্রতিবাদ এবং মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আন্দোলনকারীদের অভিযোগ, খেলার মাঠ দখল করে স্থাপনা তৈরি করেছেন এক ব্যবসায়ী। ফলে মাঠে খেলাধুলা করতে পারছেন না তারা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের রহমান রাশেদ।

স্থানীয়রা জানায়, প্রায় ২শ’ বছর আগে গ্রামের বাশিরাম, রতিকান্ত ও হরিভজন তাদের ১২৬ শতক জমি খেলার মাঠ হিসেবে দান করেন। সেখানে আশেপাশের ৫ গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করতো। সম্প্রতি বাশিরামের বংশধর অমূল্য বৈরাগী বিআরএস রেকর্ড নিজ নামে করিয়ে জমি বিক্রি করে দেয় এক ব্যবসায়ীর কাছে। এরপর মাঠ নিজের দখলে নিয়ে স্থাপনা তৈরির কাজ শুরু করেন ব্যবসায়ী মাসুদুর রহমান।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া বলেন, মুরুব্বিরা এই মাঠ দিয়ে গেছেন। আমরা সবাই চাই মাঠটি এখানে থাকুক। কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে; তবে তা সমাধান করে মাঠ যেন খেলার জন্য উন্মুক্ত থাকে; সে ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাই।

ইউএনও মো. জোবায়ের রহমান রাশেদ বলেন, খেলার মাঠ খেলার মাঠের মতোই থাকবে। আমাদের একটু কাজ করার সুযোগ দেন। আমরা যথাযথ ব্যবস্থা নেব।

এ ব্যাপারে ব্যবসায়ী মাসুদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply