জাপান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নয়্যার-মুলারদের বিশ্বকাপ অভিযান

|

ছবি: সংগৃহীত

গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। এবার হান্সি ফ্লিকের শিষ্যরা রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা মুছে ফেলার অভিযানে নামছে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ ‘ই’ এর প্রথম ম্যাচ এটি। জাপানকে একটু ভেবে চিন্তেই নামতে হবে চারবার বিশ্বকাপ জয়ী জার্মানির বিরুদ্ধে। কারণ, জার্মানির গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন ম্যানুয়েল নয়্যার। সেই সাথে আক্রমণে কাই হ্যাভার্জ, টমাস মুলার তো আছেনই। তবে নজর কাড়তে পারেন বায়ার্ন মিউনিখের ১৯ বছর বয়সী মিডফিল্ডার জামাল মুসিয়ালা। সেই সাথে, অনেকগুলো জায়গায় দক্ষতার সাথে খেলতে পারা জোশুয়া কিমিচ থাকছেন মাঝখানে জার্মান আধিপত্য প্রতিষ্ঠা করতে।

কিন্তু চোটের কারণে মাঠে নামা হচ্ছে না লিরয় সানের। ২০১৪ সালের ফাইনালের নায়ক মারিও গোটশে স্কোয়াডে থাকলেও জায়গা পাবেন কিনা তা নিশ্চিত নয়। সার্জ নাব্রিরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।

অন্যদিকে, জাপানের মধ্যমাঠের খেলোয়ার দাইচি কামাদার দিকেই নজর থাকবে ভক্তদের। জার্মানের দ্রুতগতির ফুটবল সামলাতে সতর্কতার সাথেই খেলতে হবে জাপানের রক্ষণভাগকে।

জার্মানির সম্ভাব্য একাদশ: ম্যানুয়েল নয়্যার, স্লটারবেক, নিকোলাস সুলে, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, জোশুয়া কিমিচ, ইলকায় গুন্দোয়ান, সার্জ গেনাব্রি, টমাস মুলার, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্জ।

জাপান সম্ভাব্য একাদশ: গোন্দা, সাকাই, ইতাকুরা, ইয়োশিদা, ইতো, নাগাতোমো, এন্দো, তানাকা, কুবো, কামাদা, মায়দা।

আরও পড়ুন: হোমওয়ার্ক করেও লেভানদোভস্কির পেনাল্টি ঠেকানো কঠিন: ওচোয়া

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply