ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় নিজ দলেই বড় বিদ্রোহের শিকার ঋষি

|

ছবি: সংগৃহীত।

ব্রিটেনের রাজনীতিতে অভূতপূর্ব উত্থান-পতনের পর আপাতত ঋষি সুনাকেই থমকে আছে প্রধানমন্ত্রীর পদ। তবে ক্ষমতাগ্রহণের এক মাসের মাথায় নিজ দলের এমপিদের কাছ থেকেই সবচেয়ে বড় বিদ্রোহের মুখে পড়েছেন ঋষি। ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপনকে ঘিরেই শুরু হয়েছে জটিলতা। অবশ্য নিজ দলের ব্যাপক বিরোধীতার পর সে বিল থেকে সরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, সংসদে হাউস বিল্ডিং পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোটের আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে প্রতি বছর নতুন তিন লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক এটিকে বাধ্যতামূলক কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে চেয়েছিলেন।

তবে এই বিলের ব্যাপক বিরোধীতা এসেছে কনজারভেটিভ পার্টির ৪৭ জন এমপির কাছ থেকে। তাদের দাবি, এই বিল পাস হলে সাশ্রয়ী মূল্যে আবাসন প্রাপ্তি একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তাই নিজ দলের ব্যাপক বিরোধীতার মুখে আপাতত সেই বিল উত্থাপন থেকে সরে এসেছেন ঋষি সুনাক।

আগামী বুধবার প্রস্তাবনাটি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর সোমবার এ নিয়ে ভোটাভুটির আয়োজন হতো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply