‘চোখে ঝাপসা দেখায় বদলি করা হয় হ্যারি ম্যাগুইয়ারকে’

|

বিশ্বকাপের বি-গ্রুপে ইরানের বিরুদ্ধে ম্যাচের ৭১ মিনিটে উঠিয়ে নেয়া হয় ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে। তাকে আকস্মিকভাবে উঠিয়ে নেয়ায় স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। কেনো উঠিয়ে নেয়া হলো হ্যারিকে? এ প্রশ্নের এক চমকপ্রদ উত্তর দিয়েছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার।

সোমবার (২১ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইরান। এ ম্যাচে ইরানকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশরা। কিন্তু, ভক্তদের প্রশ্ন- কেনো উঠিয়ে নেয়া হলো হ্যারিকে?

এ প্রসঙ্গে সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেন, ইংল্যান্ডের ড্রেসিংরুম থেকে খবর পেয়েছি যে মাথায় আঘাত পাওয়ায় চোখে ঝাপসা দেখছিলেন হ্যারি। অবশ্য এখন তিনি ঠিক আছেন বলে জেনেছি। মাঠ থেকে ওঠার আগে তিনি আঘাত পেয়েছেন কি না সেটি চেক করেছেন মেডিকেল স্টাফরা।

ম্যাচের ৭১ মিনিটে এরিক ডায়ারের সাবটিটিউট হিসেবে তুলে নেয়া হয় হ্যারিকে।

প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬-২ গোলে ইরানকে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে ইংলিশরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply