কলোরাডোয় সমকামীদের নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত অন্তত ৫

|

এনবিসি নিউজ থেকে সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ‘ক্লাব কিউ’ নামের সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছে কলোরাডো স্প্রিংস পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে তারা। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (১৯ নভেম্বর) রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কলোরাডো স্প্রিংস ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। জরুরি নম্বরে কল পাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস।

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ক্লাব কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের কমিউনিটির ওপরে এমন নৃশংস হামলায় আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সাহসী পদক্ষেপের কারণে হামলাকারীকে দ্রুত নিরস্ত্র করা গেছে। অবসান হয়েছে ঘৃণার। হতাহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply