শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদযাত্রা

|

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষকরা পদযাত্রা করে শহীদ মিনার পর্যন্ত যান। সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেন শিক্ষকরা। শিক্ষার্থীদের ওপর যে কোন ধরণের হামলার নিন্দা জানান তারা।

শিক্ষকরা বলেন, আলোচনার ভিত্তিতে কোটা ইস্যুতে সৃষ্ট জটিলতা সমাধান সম্ভব।

এদিকে কোটা আন্দোলনকারীদের মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে মানববন্ধন শুরু হয়ে শেষ হয়ে ১১টার দিকে।

শিক্ষার্থীরা জানান, ‘কোটা সংস্কার আন্দোলনকারী রাশেদ, নূর ও ফারুকের অবিলম্বে মুক্তি চাই এবং কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply