৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

|

ঝিনাইদহ, ময়মনসিংহ ও গাইবান্ধায় কথিত বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য।

র‍্যাবের ভাষ্য, গভীর রাতে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটিতে চেকপোস্ট বসায় তারা। এসময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলের দুই আরোহী। র‍্যাবও পাল্টা গুলি চালালে নিহত হয় সাজ্জাতুল ও রাজ্জাক নামে দুই ব্যক্তি।

এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযান চালায় পুলিশ ও ডিবি। অভিযান চলাকালে আঠারবাড়ি তেলওয়ারী গন্ডিমোর এলাকায় তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় গুলি চালালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক নিহত হয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

এছাড়া, গাইবান্ধার পলাশবাড়িতে কথিত বন্দুকযুদ্ধে শামসুল হক নামে একজন নিহত হয়েছে। তাকে ডাকাত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply