কাজে কর্মে দুর্বল ১০ হাজার কর্মীকে শনাক্ত করছে গুগল

|

কর্মক্ষেত্রে কাজে দুর্বল এমন ১০ হাজার কর্মীকে শনাক্ত করার নির্দেশ দিয়েছে গুগল। গেলো মে মাসে কর্মীদের সক্ষমতা যাচাইয়ে নতুন ব্যবস্থা সামনে এনেছে প্রতিষ্ঠানটি। গুগলের ব্যবস্থাপকদের এমনটাই নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

নতুন ব্যবস্থায় গুগলের ৬ শতাংশ বা প্রায় ১০ হাজার কর্মীকে কাজেকর্মে দুর্বল হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে। এর আগের সক্ষমতা যাচাই ব্যবস্থায় কাজে দুর্বল এমন ২ শতাংশ কর্মীকে চিহ্নিত করতে বলা হয়েছিল।

আগামী বছরের শুরুর দিকে দুর্বল কর্মীদের আলাদা করতে নতুন ব্যবস্থা গুগল ব্যবস্থাপকদের সহায়তা করবে। কর্মীদের বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে এটি কাজে লাগাতে পারবেন তারা।

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপরও। অনেক প্রতিষ্ঠানই হেঁটেছে কর্মী ছাঁটাইয়ের পথে। তবে এখনও কর্মীদের চাকরিচ্যুত করার মতো কোনো পদক্ষেপ নেয়নি গুগল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply