সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন উদ্বোধন

|

সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য নবনির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নেই বাসস্থান নির্মাণের পাশাপাশি, বেতন বৃদ্ধি এবং পদের নাম পরিবর্তন করা হয়েছে। সরকারী কর্মচারীদের জন্য মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনিতে প্রথম দফায় ৯৮৮টি ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরও ১৭টি বিশ তলা ভবন নির্মাণ করা হবে। মতিঝিলে ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২২১ কোটি ৮৪ লাখ এবং আজিমপুরে ২৭৫ কোটি টাকা।

এসময় বিদ্যুৎ-পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাচ্চাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা রাখার নির্দেশও দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply