মুক্তিতে বাধা; পাকিস্তানের ১১টি রাজ্যে নিষিদ্ধ হলো ‘জয়ল্যান্ড’

|

'জয়ল্যান্ড' এর পোস্টার।

সূচনালগ্ন থেকেই ধর্মীয় ইস্যুতে বেশ রক্ষণশীল পাকিস্তান। রক্ষণশীলতার সাথে সেখানে অনেক বাধা আছে শিল্প ও সংস্কৃতি চর্চায়ও। তবে এসব বাধা অতিক্রম করে ‘জয়ল্যান্ড’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগের জুরি পুরস্কার ও কুইয়ার পাম জিতে নেয়। এমনকি সিনেমাটি ৯৫তম অস্কারেও মনোনয়ন পেয়েছে। তবে হতাশাজনক হলেও সত্যি যে, এই সিনেমা পাকিস্তানের ১১টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে।

প্রথবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে প্রতিযোগিতা করছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। প্রদর্শনী শেষে দর্শক ও জুরিদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। কানের ৭৫তম আসরে ২০টি সিনেমাকে পেছনে ফেলে আঁ সার্তেঁ রিগা বিভাগের জুরি পুরস্কার ও কুইয়ার পাম জিতেছে ‘জয়ল্যান্ড’। এছাড়াও সেরা আন্তর্জাতিক সিনেমার বিভাগে ২০২৩ সালের ৯৫তম অস্কারে মনোনীত হয়েছে সিনেমাটি।

পাকিস্তানের লিঙ্গবৈষম্যের ট্যাবু নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। জয়ল্যান্ড-এ নুচি চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সারওয়াত গিলানি। সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও তিনিই।

তবে পরিচালক সইম সাদিকের এ সিনেমা অস্কারের মনোনয়ন পেলেও নিজ দেশেই হয়েছে নিষিদ্ধ। ১৮ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানে। তার আগে ৬ অক্টোবর এ সিনেমার বিশেষ প্রর্দশনী হয়। কিন্তু মুক্তির দিন কয়েক আগেই, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাকিস্তানের ১১টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’কে।

সিনেমাতে আসলে জোর আঘাত হানা হয়েছে পাকিস্তানের পুরুষতান্ত্রিকতার ওপরে। সিনেমার যে প্রধান চরিত্র, সে পাকিস্তানের এক কট্টরপন্থী পরিবারের ছেলে। তাই ছেলের জন্ম নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনার অন্ত ছিল না পরিবারে।

কিন্তু সেই ছেলে বড় হয়ে এক বিশেষ ধরনের নাচ শুরু করে। পরবর্তী সময়ে সেই গ্রুপের এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে। কিন্তু সেই মহিলার কাছে তার ক্যারিয়ারই সব। এ নিয়েই এগুতে থাকে সিনেমার কাহিনী। সিনেমাতে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানিসহ আরও অনেকে।

সিনেমাটি ব্যান করার কারণ হিসেবে জানা যায়, ‘জয়ল্যান্ড’ সিনেমাটি পাকিস্তানের সংস্কার বিরোধী, তাই এটি মুক্তিতে বাধা দিয়েছে পাকিস্তানের ১১টি রাজ্য। পাকিস্তানের দর্শকদের একাংশ তীব্র ভর্ৎসনা করেছেন সরকারের এ সিদ্ধান্তকে। তবে সব বাধা অতিক্রম করে সিনেমাটি মুক্তির আলো দেখতে পায় কিনা সেটিই এখন দেখার বিষয়।

/এসএইচ

     


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply