খেরসনে রাত্রিকালীন কারফিউ, রুশ হামলার শঙ্কা

|

সদ্য পুনরুদ্ধার করা খেরসন শহরে কারফিউ জারি করেছে ইউক্রেনের সরকার। নিরাপত্তা ইস্যুতে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নৌপথে চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এপির।

রোববার (১৩ নভেম্বর) এ ঘোষণা দেন শহরের গভর্নর যুরোস্লাভ ইয়ানুশেভিচ। বলেন, বিকাল ৫টা থেকে সকাল ৮টা নাগাদ বহাল থাকবে কারফিউ। বাদবাকি সময় পরিচয়পত্র ও যোগাযোগের নম্বরসহ চলাচল করতে পারবেন শহরবাসী।

গভর্নর জানান, নিপ্রো নদীর উপকূলে ঘাঁটি গাড়া রুশবহর যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে। লোকালয়ে ছুড়তে পারে মাঝারি পাল্লার মিসাইল-গোলাবারুদ। সে কারণেই বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে। তাছাড়া মৃত্যুভয়ে যারা খেরসন ছেড়েছিলেন, তাদের ঘরবাড়িতে ফিরতে নিষেধ করেছে প্রশাসন। স্থলমাইন ও ফাঁদ অপসারণের পর জায়গাটিকে নিরাপদ ঘোষণা করা হবে।

গেলো সপ্তাহে ৩০ হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। এরপরই শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী। সামরিক অভিযান শুরুর পর গত মার্চেই জেলেনস্কি প্রশাসনের হাতছাড়া হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply