দেশে ফিরলেন বাদল ফরাজি

|

ভারতে বিনা অপরাধে কারাবন্দী বাংলাদেশি নাগরিক বাদল ফরাজিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে তাকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী তাকে সাজার বাকি মেয়াদ কাটাতে হবে জেলে। মানবাধিকার কর্মীরা বলছেন, বাদল ফরাজির স্থায়ী মুক্তির জন্য এখন থেকেই তৎপর হতে হবে সরকারকে।

২০০৮ সালে ভারতীয় এক খুনের আসামির সাথে তার নাম মিলে যাওয়ায় বাংলাদেশি এই যুবককে সীমান্ত থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু বুঝে ওঠার আগেই যাবজ্জীবন সাজা হয় তার। বৈধ ভ্রমণ ভিসা নিয়ে ভারতে গিয়েও বাদল ফরাজিকে জেলের ঘানি টানতে হয় ১০ বছর।

এ নিয়ে প্রথম অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। চার মাস আলোচনার পর বাদলকে ফিরিয়ে দিতে রাজি হয় ভারত সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply