বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা নেদারল্যান্ডসের

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে অধিনায়ক করে কাতারে উড়াল দেবে ডাচরা। গেল আসরে বাছাইপর্ব থেকে বিদায় নেয়ায় রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি নেদারল্যান্ডস। এবারে যোগ্য দল হিসেবে উত্তীর্ণ হলো লুই ভ্যান হালের দল।

২০১০ সালের বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে রানার্সআপ হওয়া দলটি এবারের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়া। ডাচ কোচ লুই ভ্যান হালের অধীনে দারুণ ছন্দে রয়েছে দলটি। তারুণ্য নির্ভর দলটির মূল শক্তি তাদের মাঝমাঠ। ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ক্লাসেন, জাভি সিমন্সরা বল নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের উপর আক্রমণ সৃষ্টি করতে পারদর্শী।

গ্রুপ এ’তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, সেনেগাল ও ইকুয়েডর।

সোমবার (২১ নভেম্বর) সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডস স্কোয়াড:

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিয়েস নোপার্ট, রেমকো পাসভির।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লিন্ড, টিম্বার, ডেনজেল ডামফ্রাইস, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিস ডি লিট, টাইরেল ম্যালেসিয়া, স্টেফান ডি ভ্রিজ, ।

মিডফিল্ডার: ফ্র্যাঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্ঘুইস, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়েগহর্স্ট।]

আরও পড়ুন: ইনজুরিতে থাকার পরেও সেনেগালের বিশ্বকাপ স্কোয়াডে সাদিও মানে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply