ইনজুরিতে থাকার পরেও সেনেগালের বিশ্বকাপ স্কোয়াডে সাদিও মানে

|

ছবি: সংগৃহীত

দুই দিন আগে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে খেলার সময় ইনজুরিতে পরেন মানে। ব্রেমেনের সাথে সেই ম্যাচে ৬-১ গোলে বাভারিয়ানরা জয় পেলেও চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই ফরোয়ার্ডকে। এমনকি সামনের সপ্তাহে শালকে জিরো ফোরের সাথে ম্যাচটিতেও দেখা যাবে না তাকে।

কিন্তু শুক্রবার (১১ নভেম্বর) সেনেগালের ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে মানেকে রেখেছেন কোচ আলিও সিসে।

৩০ বছর বয়সী মানে’র পেনাল্টি গোলে আফ্রিকান কাপ অব নেশন্স জয়ের পাশাপাশি বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করে সেনেগাল। কিন্তু বিশ্বকাপের মাত্র ১০ দিন আগে ইনজুরিতে পড়লে অনেকটাই নিশ্চিত হয়ে যায় সাদিও মানের না খেলার।

আর ২৬ সদস্যের দলে তাকে রেখে কোচও আভাস দিলেন শেষ ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সেনেগাল অপেক্ষা করতে চায় মানের জন্য।

এনএএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply