ভারতীয়দের ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করল মালদ্বীপ, ক্ষুব্ধ দিল্লি

|

New Delhi: Prime Minister Narendra Modi after inaugurating an exhibition titled “Swachchhagrah – Bapu Ko Karyanjali - Ek Abhiyan, Ek Pradarshani” organised to mark the 100 years of Mahatma Gandhi’s 'Champaran Satyagraha' at the National Archives of India in New Delhi on Monday. PTI Photo by Shahbaz Khan(PTI4_10_2017_000271A)

ভারতীয় নাগরিকদের কেন সেদেশে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না, সেই ইস্যুটি প্রতিবেশী রাষ্ট্রের কাছে উত্থাপন করল ভারত সরকার। খবর: এবিপি আনন্দ।

কেন্দ্রীয় সরকারে সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এই মর্মে যে, ভারতীয়দের ওয়ার্ক ভিসা দিতে অস্বীকার করছে মালদ্বীপ। এমনকি সেদেশের নিয়োগকর্তারা ভারতীয় আবেদনকারীদের বলে দিয়েছেন, তাদের ওয়ার্ক ভিসা মঞ্জুর করা হবে না।

সূত্রের খবর, মালদ্বীপে নৌসেনার ২টি হেলিকপ্টার মোতায়েন নিয়েও সেদেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। মালদ্বীপে ২টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব মোতায়েন করেছিল দিল্লি।

সেগুলির লেটার অফ এক্সচেঞ্জ (এলওই)-এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন মালদ্বীপ ভারতকে জানিয়েছে, ওই চুক্তির নবায়নে উৎসাহী নয় তারা।

সেনা সূত্রের খবর, আড্ডুতে মোতায়েন থাকা হেলিকপ্টারের এলওই আগেই শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে, লামুতে মোতায়েন হেলিকপ্টারের মেয়াদ গতমাসে শেষ হয়েছে। এমনকী, সেখানে মোতায়েন ভারতীয় সৈনিকদের ভিসা দিতেও অস্বীকার করছে মালদ্বীপ।

পররাষ্ট্র মন্ত্রলায় সূত্র জানিয়েছে, ভারতীয়দের ওয়ার্ক ভিসা দিতে মালদ্বীপ প্রশাসনের অস্বীকার করার প্রসঙ্গে প্রায় শ’খানেক অভিযোগ জমা পড়েছে। ভারতের হাতে মালদ্বীপ প্রশাসনের জারি করা এমন নথি এসেছে যেখানে বলা হয়েছে, ভারতীয়দের আবেদন করাই উচিত হয়নি।

কেন্দ্রীয় সরকারের কর্তারা জানিয়েছেন, সমস্যা সমাধানে যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে। তাদের দাবি, এখানে চাপসৃষ্টি করার কোনও প্রশ্ন নেই। তবে সুষ্ঠু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা চলছে। এদিকে, মালদ্বীপ প্রশাসনের দাবি, গতকয়েক মাসে তারা অনেক ভারতীয়কে ভিসা মঞ্জুর করেছে। যদিও, তথ্য অন্য কথা বলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply