আবারও দুই সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

|

নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধির গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে আরও ২ সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টির ওপর পরবর্তী আদেশের জন্য আগামী ২০ আগস্ট তারিখ রেখেছেন আপিল বিভাগ। সেই সাথে দ্রুত আলোচনায় বসার তাগিদও দিয়েছেন প্রধান বিচারপতি। ২৭ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক আচরণবিধির খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেন। এরপর গত ৩০ জুলাই বেঞ্চ বসলে খসড়াটি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি বলেন, তাদের প্রস্তাবের ঠিক উল্টো প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবারের মধ্যে বিচারপতিদের সাথে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে বসার আহ্বান জানান প্রধান বিচারপতি। কিন্তু আইনমন্ত্রী অসুস্থ থাকায় গত সপ্তায় বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। এদিকে মাসদার হোসেন মামলার রিটকারীদের পক্ষে একটি আবেদন সকালে বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালা তৈরিতে আইন মন্ত্রণালয়ের প্রয়োজন নেই। আপিল ও হাইকোর্ট বিভাগ বিধিমালা করে তা রাষ্ট্রপতিকে অবগত করলেই হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply