রেকর্ড ভেঙ্গেই চলেছে ‘সঞ্জু’

|

বক্স অফিসে ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে আলোচিত হিন্দি ছবি ‘সঞ্জু’। গত শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১৬৭ দশমিক ৫১ কোটি রুপি! বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত সঞ্জয় দত্তের জীবনের কিছু গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাজকুমার হিরানী। এতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এছাড়া উল্লেখযোগ্য কিছু চরিত্রে আছেন সোনাম কাপুর, আনুশকা শর্মা, মনিশা কৈরালা, পারেশ রাওয়াল, দিয়া মির্জা এবং ভিকী কওশাল।

বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইটে জানান, মুক্তি পাওয়ার প্রথম দিনই ৩৪ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছে সঞ্জু। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৩৮ দশমিক শূন্য ৬ কোটি রুপিতে। এরপরের কয়েকদিনে সিনেমাটির আয় যথাক্রমে ৪৬ দশমিক ৭১ কোটি রুপি, ২৫ দশমিক ৩৫ কোটি রুপি এবং ২২ দশমিক ১০ কোটি রুপি।

প্রথম দিনের আয়ের হিসেবে ‘সঞ্জু’ পেছনে ফেলে সালমান খানের ‘রেস ৩’কে। ‘রেস ৩’ ওপেনিং ডে-তে আয় করেছিলো ২৯ দশমিক ১৭ কোটি রুপি।

বলিউডে একদিনে সবোর্চ্চ ৪৬ দশমিক ৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছিল ‘বাহুবলী-২’। সেটিও দখল করে নিয়েছে ‘সঞ্জু’। রোববার সঞ্জু আয় করে ৪৬ দশমিক ৭১ কোটি রুপি।

সপ্তাহিক আয়ের দিক থেকেও রেকর্ড় গড়েছে রাজকুমার হিরানীর সিনেমাটি। প্রথম সপ্তাহেই ১২০ দশমিক শূন্য ৬ কোটি রুপি ঘরে তোলে সঞ্জু। এর আগে এ রেকর্ড় ছিল পদ্মাবতের ঘরে। তাদের আয় ছিলো ১১৪ কোটি রুপি। ‘রেস ৩’ আয় করেছে ১০৬ দশমিক ৪৭ কোটি রুপি।

‘সঞ্জু’র সাফল্যের সাথে ব্যক্তিগত কিছু মাইলফলকও ছুঁয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও পরিচালক রাজকুমার হিরানী। ২০১৩ সালে মুক্তি পাওয়া রণবীর অভিনীত ‘বেশরম’ সিনেমার ওপেনিং ডে-তে আয় হয়েছিলো ২১ দশমিক ৫৬ কোটি রুপি। অন্যদিকে, রাজকুমার হিরানী ‘পিকে’ মুভি দিয়ে আয় করেছিলেন ২৬ দশমিক ৬৩ কোটি রুপি। দুইজনই তাদের রেকর্ড নতুন করে গড়লেন।

সাফল্যের নেপথ্যের কারণ বললেন পরিচালক রাজকুমার হিরানী, বায়োপিকের উপস্থাপনা সাধারণত একঘেয়েমি হয়। কিন্তু ‘সঞ্জু’ এমন একটি বায়োপিক যেখানে সঞ্জয়ের জীবনের বিভিন্ন দিক খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে। সঞ্জয় পুরো জীবনকে সবার সামনে মেলে ধরে বলেছেন, আপনাদের যা বলার বলুন। এটাই আমার জীবন।

সঞ্জুর ছবির এত সফলতার পরও সমালোচনা কম হয়নি। সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুরকে অনেকেই মেনে নিতে পারেননি। বলিউডে ভাইজান খ্যাত সালমান খান বলেন, সঞ্জু’র মূল চরিত্রে অভিনয় করার জন্য একদমই উপযুক্ত নয় রণবীর। সেখানে বরং সঞ্জয় দত্তরই অভিনয় করা উচিত ছিল।

জানা গেছে, সিনেমার দর্শক প্রতিক্রিয়া নিয়েও সঞ্জু বাবার কোনো ধরনের অস্বস্তি নেই। ‘সঞ্জু’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা-সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন বলিউডের ‘ব্যাড বয়’।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply