গুহায় আটকে পড়া ১৩ কিশোর ফুটবলার সুস্থ আছে

|

থাইল্যান্ডে থাম লুয়াং গুহায় আটকে পড়াদের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির নৌবাহিনী। যেখানে দেখা যাচ্ছে, ফুটবলাররা ও তাদের কোচ জানাচ্ছেন তারা ভালো আছেন। হাস্যরসের মধ্য দিয়ে পরস্পরের সাথে আনন্দঘন সময় কাটাচ্ছেন। ভিডিওটিতে আরও দেখা গেছে, আটকা পড়াদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, খাবারের পাশাপাশি কম্বলও সরবরাহ করেছে নৌবাহিনী।

গত সোমবার গুহায় পানির স্তর বেড়ে যাওয়ায় তারা আর বের হতে পারেননি। ৯ দিন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ব্রিটিশ ডুবুরিদের একটি দল তাদের খুঁজে পায়। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে তাদের উদ্ধারে মাসখানেকের বেশি সময় লাগতে পারে।

থাইল্যান্ডে বর্ষাকাল মাত্র শুরু হয়েছে। নিয়মিত বৃষ্টির কারণে গুহায় পানির স্তর বাড়ছে যা উদ্ধার কাজকে আরো দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply