বিসিবির কমিটি নিয়ে রুল, এজিএমে ‘বাধা নেই’

|

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে, ২ অক্টোবর বিসিবির এজিএম আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী।

সকালে বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ রুল জারি করে, বিসিবিকে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছেন। এই আইনি লড়াইয়ের সূত্রপাত ২০১২ সালে ইজিএম করে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের পর। বিসিবি’র সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেনসহ দু’জনের রিট আবেদনের প্রেক্ষিতে এই সংশোধনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

বিসিবি আপিল করে উচ্চতর আদালতে। গত ২৬ জুলাই আপিল নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেন- বিসিবির গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার শুধু বোর্ডেরই, এনএসসি তাতে হস্তক্ষেপ করতে পারে না। এই রায়ের প্রেক্ষিতে বিসিবি আগামী ২ অক্টোবর এজিএম আহ্বান করে।

অন্যদিকে, এজিএম আহ্বান এবং বোর্ডের দৈনন্দিন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন স্থপতি মোবাশ্বের। গতকাল শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply