ফারুককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ

|

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না- পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশের বিশেষ শাখার একটি মোটরসাইকেল পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মাসুদুর রহমান।

সোমবার কোটা সংস্কারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করার সময় হামলা চালায় ছাত্রলীগ। ওই সময় ফারুক হোসেনকে মারধর করে একটি মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন। পরে আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফারুককে শাহবাগ থানায় দিয়ে এসেছেন।

মঙ্গলবার সকালে ফারুকের পরিবারের পক্ষ থেকে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে এই নামে কেউ আটক নেই বলে জানানো হয়। এরপর দুপুরে তাকে গ্রেফতার দেখানো হয়। বিকেলের মধ্যে ফারুককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply