মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার

|

রাষ্ট্রীয় তহবিলের টাকা নিজের একাউন্টে সরানোর অভিযোগে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতিবিরোধী কমিশন নাজিবকে গ্রেফতার করে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

২০১৫ সালে নাজিবের বিরুদ্ধে এক কোটি ছয় লাখ ডলার অর্থ সরানোর অভিযোগ ওঠে। ওই সময় তার পদত্যাগের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়।

গত ৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে হেরে যান নাজিব রাজাক। ২২ মে নাজিবকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতবিরোধী কমিশন।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply