বান্দরবানে পাহাড় ধসে নারীর মৃত্যু, সড়ক যোগাযোগ ব্যাহত

|

ভারি বৃষ্টিপাতে বান্দরবান শহরে পাহাড় ধসে একজন নিহত হয়েছে। দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়াছড়ার এ দুর্ঘটনা ঘটে।

ইউএনও নূরে জান্নাত জানান, সকালে কালাঘাটার বাহাদুর নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়লে মাটিচাপা পড়েন প্রতিমা রাণী নামের একজন। কয়েক ঘণ্টার চেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে পাহাড়ে। এতে মাটি নরম হয়ে পড়েছে। তাই পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেক পরিবার।

এদিকে, ভারি বৃষ্টিপাতে বান্দরবানের অনেক রাস্তা ডুবে গেছে। এতে, রাঙ্গামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply