থাইল্যান্ডে গুহায় আটকা পড়া কিশোরদের উদ্ধারে উৎকণ্ঠা

|

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও কোচকে উদ্ধারে চলছে অভিযান। ৯ দিন নিখোঁজ থাকার পর সোমবার গভীর রাতে, দুর্গম পাহাড়ি গুহার ৪শ মিটার গভীরে তাদের হদিস পায় উদ্ধারকারী দল।

তবে, দীর্ঘ সময় খাবার এবং পানি না পাওয়ায় তারা দুর্বল হয়ে পড়েছে। তাই, রাতেই তাদের গুহা থেকে বের করে আনা সম্ভব হয়নি। আঞ্চলিক গভর্নর জানান, আটকে পড়া কিশোরদের কাছে নেভি  কমান্ডোরা পৌঁছানোর পর তাদের খাবার, পানি, স্যালাইন এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, সবাইকে নিরাপদে গুহা থেকে বের করে আনতে এক মাস বা তার বেশি সময়ও লেগে যেতে পারে। আটকে পড়াদের প্রত্যেকে কেমন সাড়া দিচ্ছেন আর শারিরীকভাবে কতটা সবল, তার পরীক্ষা করে দেখা হবে। যারা সক্ষম তাদের তাৎক্ষণিকভাবে গুহা থেকে বের করে আনা হবে। যারা সংকটাপন্ন অবস্থায় তাদের গুহার ভেতরে চিকিৎসা দেয়া হবে।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে ২৩ জুন নিখোঁজ হয় ওই ১৩ জন। ১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং থাইল্যান্ডের দীর্ঘতম গুহা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply