শহীদ মিনারে আন্দোলনকারীদের ওপর হামলা, ছাত্রী লাঞ্ছিত

|

আজও দফায় দফায় হামলার শিকার হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। লাঞ্ছনার শিকার হয়েছেন কয়েকজন ছাত্রী। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী অভিযোগ করেন, হামলার পর আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিলের জন্য পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে সকাল ১১টায় শহীদ মিনারে সমবেত হওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। মারধরে আহত হন অন্তত ১০ জন। একপর্যায়ে কোটা আন্দোলনের নেতা ফারুক নিচে পড়ে যান। তখন তাকে ধরে বেধড়ক মারধর করা হয়।

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূরসহ আন্দোলনকারীদের ওপর হামলা এবং অন্য দুই যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও মাহফুজ খানকে গ্রেফতারের প্রতিবাদে আজ সারাদেশে পতাকা মিছিল ও বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন আহ্বায়ক হাসান আল মামুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply