রাশেদসহ কোটা আন্দোলনের ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

|

কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনসহ তিনজনকে গোয়েন্দা পুলিশ-ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

রাশেদ ছাড়া অন্য দুজন হলেন যুগ্ন আহ্বায়ক মাহফুজ খান ও সুমন কবীর।

আজ রোববার দুপুরে মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার মজুমদার রোডের ১৪ নম্বর বাসা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় ডিবি। দুপুর সাড়ে ১২টার দিকে নিজের একাউন্ট থেকে রাশেদ খান ফেসবুক লাইভে বলেন, তিনি মিরপুর ১৪ নম্বরের একটি বাসায় আছেন। ডিবি পুলিশ তার বাসায় গিয়েছে। তার বাসার দরজায় বাইরে থেকে নক করার আওয়াজ লাইভ ভিডিওতে শোনান রাশেদ। এর কিছুক্ষণের মধ্যেই লাইভের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুপুর একটার দিকে রাশেদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করা হলে ওই বাসায় থাকা তার পরিবারের এক নারী সদস্য কান্নায় ভেঙে পড়ে জানান, রাশেদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মাহফুজ ও সুমন কবীরকে উঠিয়ে বিষয়ে অবশ্য কিছু বলতে পারেননি তিনি।

এ বিষয়ে এখনও ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply