কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধা

|

বিরোধীদের বাধার মুখে পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মানববন্ধন কর্মসূচি। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের চেষ্টা করে আন্দোলনকারীরা। তবে আন্দোলনের বিরোধীতা করা ছাত্রলীগের বাধায় তা পণ্ড হয়ে যায়।

পরে সোয়া একগারটার দিকে আবারও গ্রন্থাগারের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এসময় তাদেরকে ধাওয়া করে ছাত্রলীগ। চট্টগ্রামে ষোলশহরে কর্মসূচি পালনের কথা ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের। সকাল থেকেই সেখানে অবস্থান নেয় কোটা সংস্কার বিরোধীরা।

একই চিত্র সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাধার মুখে কর্মসূচি করতে পারেনি আন্দোলনকারীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা হয়। প্রতিবাদে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের যুগ্ম-আহবায়ক সুমন কবীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply