রোহিঙ্গাদের নাগরিকত্ব ও স্বাধীন চলাচলের নিশ্চয়তা দেয়নি মিয়ানমার

|

জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া গোপন সমঝোতা স্মারকে, ফিরে যাওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়নি মিয়ানমার সরকার। নিশ্চয়তা দেয়া হয়নি তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়ার ব্যাপারেও। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গেল ৬ জুন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতে সমঝোতা স্মারকে সাক্ষর করে জাতিসংঘ ও মিয়ানমার। সে সময় জাতিসংঘের পক্ষ থেকে এই সমঝোতাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেয়া হলেও, গোপন রাখা হয় সমঝোতার ধারাগুলো। বলা হয়েছিল, রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরির অঙ্গীকার করেছে দু’পক্ষ।

কিন্তু ফাঁস হওয়া স্মারকের খসড়ায় দেখা গেছে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বর্তমান আইন ও প্রচলিত বিধানই বহাল রাখার কথা বলা হয়েছে। এ অবস্থায় রাখাইনে ফিরলে আবারও জাতিগত বিদ্বেষের শিকার হবেন নিপীড়িত রোহিঙ্গারা, শঙ্কা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply