কোভিড পজেটিভ হয়েও খেলা যাবে বিশ্বকাপ

|

ছবি: সংগৃহীত

কোভিড পজেটিভ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের বাধ্যতামূলক কোনো করোনা পরীক্ষাও করা প্রয়োজন নেই বলে জানিয়েছে আইসিসি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে মাঠে খেলতে পারবেন খেলোয়াড়রা। তবে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে তাদের। কোভিড রিপোর্ট পজেটিভ এলে তাকে অন্য খেলোয়াড়দের থেকে একটু দূরে থাকতে হবে এবং কারো সংস্পর্শে আসা যাবে না। তবে ব্যাট, বল ও ফিল্ডিং করতে কোনো বাধা দেয়া হবে না।

সম্প্রতি বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ফাইনালে কোভিড পজেটিভ হয়েও ভারতের মহিলা দলের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা। এখন সেই নিয়ম পুরুষদের ক্রিকেটেও পালন করা হবে।

আরও পড়ুন: আমি টিকটক করি ফর ফান, দেশের বিরুদ্ধে তো কিছু করিনি: সাব্বির

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply