ব্রাজিলের অধিনায়ক কে?

|

ব্রাজিলের অধিনায়ক কে? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলের অনেক পাঁড় সমর্থকও বিভ্রান্ত হয়ে যাবেন। আসলেই তো! রাশিয়া বিশ্বকাপের কথাই ধরুন না, প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেছিলেন মার্সেলো। দ্বিতীয় ম্যাচেই অধিনায়কত্বের আর্মব্যান্ড দেখা গেছে থিয়াগো সিলভার বাহুতে। আবার ব্রাজিলের অধিনায়কত্বে পরিবর্তন আসছে আজও। কোচ তিতে আজ মিরান্দার হাতে তুলে দেবেন অধিনায়কত্বের বন্ধনী। কিন্তু, ঘটনাটা কী?

এর নেপথ্যে আছেন সেলেসাও কোচ তিতে। ‘প্রফেসর’ খ্যাত এই কোচ মনে করেন, অধিনায়কত্ব মানেই বাড়তি চাপ। তিনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর এই চাপ দিতে রাজি নন তিনি। তিতের সাফল্য দেখে এটিকে কার্যকরী পন্থাই মনে হতে পারে।
তার অধীনে ২৩ ম্যাচ খেলে ১৮টি জয় পেয়েছে সেলেসাওরা। পরাজয় মাত্র ১টি। বাকি ৪টি ম্যাচের ফলাফল হয়েছে ড্র।

এমন ঈর্ষণীয় সাফল্যের পর যেকোনো ব্রাজিল সমর্থকই বলবেন, এই তো বেশ! কী দরকার বাপু দীর্ঘমেয়াদি অধিনায়কের?

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply