নাজিবের বাসা থেকে ২৭ কোটি ডলারের সম্পদ জব্দ

|

মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাকের বাসভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ জব্দ করেছে পুলিশ। জব্দ হওয়া এসব সম্পদের মূল্যমান ২৭৩ মিলিয়ন ডলার। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, কুয়ালালামপুরে নাজিবের সরকারি বাসভবন এবং তিনটি বিলাসবহুল কন্ডোমিনিয়ামসহ মোট ছয়টি বাড়িতে চলে এ অভিযান। রাষ্ট্রীয় তহবিল লোপাটের অভিযোগে বর্তমানে তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

গেল মাসে, দফায়-দফায় কুয়ালালামপুরে নাজিবের অ্যাপার্টমেন্ট, বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। সেসময় দুই কোটি ৮৬ লাখ ডলার নগদ অর্থ, বহুমূল্যের ৪শ’ হ্যান্ডব্যাগ, বিপুলসংখ্যক অলঙ্কার, ঘড়ি এবং পোশাকও বাজেয়াপ্ত করে পুলিশ।

মে মাসের নির্বাচনে নাজিব রাজাক পরাজিত হওয়ার পরই, তার বিরুদ্ধে শুরু হয় অর্থ জালিয়াতি, দুর্নীতি মামলা। বিদেশ ভ্রমণের ওপরও জারি হয় নিষেধাজ্ঞা। যদিও এখন পর্যন্ত অভিযোগ অস্বীকার করে আসছেন নাজিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply