রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল

|

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টা পার না হতেই আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল। মঙ্গলবার (১১ অক্টোবর) জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র সংশ্লিষ্ট এলাকাগুলোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অন্তত ১২টি মিসাইল আঘাত হেনেছে আবাসিক ভবন, স্কুল এবং একাধিক বাণিজ্যিক স্থাপনায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকাশ থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে এসব হামলা করা হয়েছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে মধ্যাঞ্চলের নিপ্রো শহরের ১০টি স্থানে হামলা চালায় রুশ বাহিনী। এতে প্রাণ যায় ৪ জনের।

এদিকে, রাজধানী কিয়েভ পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। সকাল থেকেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় স্থানীয় বাসিন্দাদের। ফলে স্থায়ী-অস্থায়ী বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা।

এর আগে সোমবার ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকাগুলোতে। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply