কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

|

ফাইল ছবি

কুমিল্লায় বাস পোড়ানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে এ আদেশ দেন। হাইকোর্টে জামিন চাওয়ার সময় বিশেষ ক্ষমতা আইনের মামলায় একটি ফৌজদারি আপিল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবী। স্থায়ী জামিনের আবেদন করা হয় সেখানে। আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে হাইকোর্টকে ঐ আবেদনের গ্রহণযোগ্যতার নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। বাস পোড়ানোর ঘটনায় হত্যা মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর ২ জুলাই আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আগামী সপ্তাহে শুনানি হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply