২ কোটি মানুষের শ্রীলঙ্কার বিপরীতে ক্রিকেটে কোথায় পিছিয়ে ১৮ কোটির বাংলাদেশ?

|

নারী-পুরুষ সব ধরনের ক্রিকেটে লঙ্কানরা এগোচ্ছে সমানতালে। বিশ্বকাপ, এশিয়া কাপ জয় থেকে শুরু করে সাঙ্গাকারা-মুরালিধরনদের মতো লেজেন্ডারি ক্রিকেটার সবই পেয়েছে ২ কোটি জনসংখ্যার দ্বীপদেশটি। অথচ ১৮ কোটির বাংলাদেশের ক্রিকেটে উন্নতির দেখা নেই। শ্রীলঙ্কান ক্রিকেট কাঠামোতে কী এমন আছে যা নেই বাংলাদেশে? যমুনা টেলিভিশনের সাথে সেসব নিয়েই কথা বলেছেন লঙ্কান নারী জাতীয় দলের কোচ এবং ৯৬’র বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান তিলকারত্নে।

নিজে টি-টোয়েন্টি খেলেননি ঠিকই, তবে ৯০’র দশকে লঙ্কান ক্রিকেটের উত্থানের সময় ওয়ানডে আর টেস্ট ফরম্যাটে হাসান তিলকারত্নে দাপট দেখিয়েছিলেন মাস্টার ক্লাস ব্যাটিংয়ে। এরপর দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব পালন করছেন লঙ্কান নারী দলের প্রধান কোচ হিসেবে। ছেলেদের মতো তাদের নারীদের ক্রিকেটটাও এগোচ্ছে সমানতালে। ক্রিকেটের এই অগ্রগতির পেছনের কারণটা কী? হাসান তিলকারত্নে বলেন, আমাদের স্কুল ক্রিকেটটা খুবই সমৃদ্ধ। শ্রীলঙ্কায় একটা ভালো ক্রিকেট কাঠামো আছে। সে কারণে পুরুষ এবং নারী দুই ক্রিকেটেই আমরা উন্নতি করছি। নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে প্রতিনিয়ত। শ্রীলঙ্কার ক্রিকেটা সঠিক হাতে আছে।

বিশ্বকাপ থেকে এশিয়া কাপের মতো শিরোপা- সাঙ্গাকারা মুরালিধরনদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের হাত ধরে সবই পেয়েছে শ্রীলঙ্কা। এখানেই প্রশ্ন এসে যায়, যা আসে ২ কোটি জনগোষ্ঠীর দ্বীপদেশে, তা কেন আসে না ১৮ কোটির বাংলাদেশে? এ নিয়ে হাসান তিলকারত্নে বলেন, এটা একটা প্রক্রিয়া। আপনাকে সেই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো দৃঢ়ভাবে পার করতে হবে। নিজেদেরকেই বুঝতে হবে আপনাদের জন্য সেই প্রসেসগুলো কী।

দেশের প্রতিকূল অবস্থায় এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে দাসুন শানাকা-খালেদ মাহমুদ সুজনদের মধ্যে চলেছিল বাকযুদ্ধ। সে প্রসঙ্গে তিলকারত্নে বলেন, ওটা খেলার একটা অংশ মাত্র। আমরা সবাই খুব ভালো বন্ধু। মাঠের বাইরে আমাদের সবার প্রায়ই দেখা হয়। শ্রীলঙ্কা ঐ ম্যাচের আগে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি খুব খুশি, দিন শেষে আমাদের দল জয়লাভ করেছে।

ছেলেদের এশিয়া কাপ জয় গোটা দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। এবার লঙ্কান মেয়েদের নিয়েও একই রকম আশার কথা জানান হাসান তিলকারত্নে।

আরও পড়ুন: হারের কারণ ব্যাটিং ব্যর্থতা, সোহানের মুখে উন্নতির সেই পুরনো কথা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply