আত্মহত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়: জাতিসংঘ

|

আফ্রিকাতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

একই ধরনের তথ্য দিয়ে ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বের ১০টি আত্মহত্যা প্রবণ দেশের তালিকায় আফ্রিকারই ৬টি দেশ রয়েছে। এছাড়া অঞ্চলটিতে প্রতি ১ লাখ মানুষের ভেতর ১১ জন প্রতি বছর আত্মহননের পথ বেছে নেয় বলেও জানায় সংস্থাটি। যা পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। বেশীরভাগ মানুষের মৃত্যু হয় গলায় ফাঁস দিয়ে অথবা কীটনাশক পানে।

এ বিষয়ে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, আত্মহত্যা জনস্বাস্থ্যের অন্যতম প্রধান সমস্যা হওয়া স্বত্বেও দুর্ভাগ্যবশত জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে আত্মহত্যা প্রতিরোধ খুব অগ্রাধিকার পায়।

ডব্লিউএইচও আরও জানায়, আফ্রিকাতে প্রতি ৫ লক্ষ মানুষের জন্য মাত্র ১ জন মনরোগ বিশেষজ্ঞ রয়েছেন। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ১০০ গুণ কম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply